মহানস ব্রজভূমি মাহ।
কয়লহি ভাব রসে স্বাদু সুধাধিক
যোগিনী পাক নিরবাহ।।
অগম যোগস্থল কো পরবেশব
রোয়ে অমর নরবৃন্দ।
ভোখ পিয়াসে কোন্ বিলাওব
দুলহ অমিয় মকরন্দ।।
জগভরি জয় জয় নদীয়া মহাকাশে
উয়ল গউর বর ইন্দু।
দূরে গেও উচনীচ ভাসল ত্রিভুবন
উখলল কৌমুদী সিন্ধু।।
অভেদ সুর নর শ্বপচ দ্বিজবর
সুচির অনর্পিত প্রেমা।
অঞ্চলে পাওল গোলোক বৈভব
রঙ্ক নিশঙ্কিত হেমা।।
পাই পরমান্ন দীন অধমজন
ধনি ধনি কলিযুগ বন্দে।
কবিরঞ্জন ভণ ঐছে নিবেদন
রঘুনন্দন পদদ্বন্দ্বে।।