মাতা যশোমতী ধাই উনমতী
গোপাল লইয়া কোরে।
স্তন ক্ষীরধারে তনু বাহি পড়ে
ঝরয়ে নয়ান লোরে।।
নিজ ঘরে যাইয়া ক্ষীর সর লৈয়া
ভোজন করাইয়া বোলে।
ঘরের বাহির আর না করিব
সদাই রাখিব কোলে।।
কানাই আইলা শুনিয়া ধাইলা
যতেক ব্রজের সখা।
মরণ শরীরে পরাণ পাইল
এমতি হইল দেখা।।
যত ব্রজবাসী সভে দেখে আসি
ভাসয়ে আনন্দ জলে।
আর দূর দেশে না পাঠাও রাণি
ইহাই সভাই বোলে।।
চিরদিনে বিধি সদয় হইল
পাইনু নয়ানতারা।
পুরুষোত্তম আনন্দে ভাসয়ে
নয়ানে বহয়ে ধারা।।