প্রভাতে উঠিয়া শ্রীদাম সুবল আদি সখাগণ মেলি। নন্দের মন্দিরে চলে ধীরে ধীরে যশোদা বিলাপ বেলি।। যাইয়া তাহারে কতেক প্রকারে প্রবোধ বচন কৈয়া। আসিবার কালে হেরি ধেনুশালে পড়ে মুরছিত হৈয়া।। অনেক যতনে চেতন পাইয়া ধেনুগণ সভে লৈয়া। যমুনা কাননে চলে গোচারণে বিরহে বিভোর হৈয়া।। তুয়া প্রিয় সেই কদম্বের মূলে বসিয়া রাখাল মেলি। দুহুঁ দুহাঁ গলে ধরিয়া […]
keyboard_arrow_right