গোকুল নগরে ভ্রময়ে জনু বাউরি
উদসল কুন্তলভার।
কাঁহা মঝু প্রাণ তনয় ব্রজনন্দন
কহইতে বহে জলধার।।
মাধব সো জননী নন্দরাণী।
তুয়া বিরহানলে উমতি পাগলি জনু
কাহারে কি পুছয়ে বাণী।।
অব কাহে বেণু শবদ নাহি শুনিয়ে
কোন কানন মাহা গেল।
বুঝি বলরাম সঙ্গে নাহি গেয়ল
কি পরমাদ আজু ভেল।।
ঐছে বিলাপ শুনই সব সহচরি
রোই আওত তছু পাশ।
বহু পরবোধ বচনে গৃহে আনত
কহ পুরুষোত্তম দাস।।