যেখানে শুতিয়া ধনি রাই।
চন্দ্রাবলি তাঁহা যাই।।
রাইকে হেরি অগেয়ান।
নিঝরে ঝরে দুনয়ান।।
কহয়ে ললিতা সঞে বাত।
পুনহি আওব ব্রজনাথ।।
রাই যৈছে জীবন পায়।
ঐছন রচহ উপায়।।
কো যদি কহে তছু ঠাম।
শুনইতে আওব শ্যাম।।
রাই ললাটে কর আপি।
দেখয়ে ললাটে কর আপি।
দেখয়ে দেহক তাপি।।
তুহিন শীতল হেরি গাত।
পদযুগে রাখল হাত।।
বচন কহই না পারি।
মুরছি পড়ল তনু ঢারি।।
ঐছন যত ব্রজনারি।
রোয়ত কুন্তল ফারি।।
পুরুষোত্তম অনুরোধে।
ভগবতি দেই পরবোধে।।