“যেখানে মহিমা বেদে দিতে সীমা
ব্যাসের গোচর নহে।
আন কি জানব সো রস-মাধুরী
এ সব বচন কহে।।
দুহুঁক মহিমা দুহুঁ সে জানহ
আন কি জানিতে পারে।
অসীম মহিমা নারে দিতে সীমা
কহিয়া কহিতে নারে।।
মুই কি জানব তোমার শকতি
হইয়া অলপ মতি।
তুমি দয়াময় গোলোক-ঈশ্বর
কহেন জগত-পতি।।
সৃষ্টি স্থিতি তুমি প্রলয়-কারণ
অনাথ জনার বন্ধু।
ভব পারাপার তাহার কাণ্ডারি
কেবল করুণা-সিন্ধু।।”
চণ্ডীদাস কহে– সুবলের স্তুতি
দেখিয়া নাগর রায়।
করেতে ধরিয়া নিল উঠাইয়া
আলিঙ্গন ভেল তায়।।