নিজ গৃহ তেজি চলল ধনি বিরহিণি
দারুণ বিরহ হুতাশে।
কালিন্দি পৈঠি পরাণ পরিতেজব
এহি মরম অভিলাষে।।
হরি হরি কি কহব তোহে দুখ ওর।
ধাই সব সহচরি কাননে যাওল
ললিতা লেওল কোর।।
ঐছন বচন বৃন্দামুখে শুনইতে
ভগবতি দ্রুত চলি গেলি।
আপন কুঞ্জকুটির মাহা আনল
সবহুঁ সখীগণ মেলি।।
সরসিজ শেজে শুতায়ল সহচরি
চৌদিশে রহু মুখ চাই।
অনুকূল প্রতিকূল সবহুঁ রমণিগণ
শুনইতে আওল ধাই।।
দশমিক পহিল দশা হেরি আকুল
রোয়ত অবনি লোটাই।
আওব বচনে কোই পরবোধই
পুরুষোত্তম মুখ চাই।।