রাইক দশমি দশা নিজ সখিমুখে
শুনি চন্দ্রাবলী রোই।
নিজ তনু ঢারি ধূলি গড়ি যাওত
ভূতলে কুন্তল ফোই।।
রাইক প্রেমে পুনহি নন্দ নন্দন
আওব করি ছিল আশ।
সো সব মনোরথ বিহি কৈল আন মত
এতদিনে ভেল নৈরাশ।।
এত কহি পুন পুন শিরে কর হানই
মুরছিত হরল গেয়ান।
পদ্মা দেবী তাহে কোর পর নেয়ল
ঝর ঝর লোরে নয়ান।।
বহুখণে চেতন পাই মলিনমুখি
বৈঠল ছোড়ি নিশাস।
রাইক নিয়ড়ে লেই চলু সহচরি
কহ পুরুষোত্তম দাস।।