মাধব কত পরবোধব রাধা।
হা হরি হা হরি কহতহি বেরি বেরি
অব জিউ করব সমাধা।।
ধরনী ধরিয়া ধনি জতনহি বৈঠত
পুনহি উঠই নাহি পারা।
সহজহি বিরহিনি জগ মাহা তাপিনি
বৈরি মদনসরধারা।।
অরুণ নয়ন লোরে তীতল কলেবর
বিলুলিত দীঘল কেসা।
মন্দির বাহির করইতে সংসয়
সহচরি গনতহি সেসা।।
আনি নলিনি কেও ধনিক সুতাওলি
কেও দেই মুখ পর নীরে।
নিসবদ হেরি কোই সাস নেহারত
কোই দেই মন্দ সমীরে।।
কি কহব খেদ ভেদ জনু অন্তর
ঘন ঘন উতপত সাস।
ভনই বিদ্যাপতি সোই কলাবতি
জিববন্ধন আসপাস।।