মাধব কি কহব দৈব বিপাক।
পথ আগমন কথা কত না কহিব হে
যদি হয় মুখ লাখে লাখ।।ধ্রু।।
মন্দির তেজি যব পদ চারি আওলুঁ
নিশি হেরি কম্পিত অঙ্গ।
তিমির দুরন্ত পথ হেরই না পারিয়ে
পদযুগে বেড়ল ভুজঙ্গ।।
একে কুলকামিনি তাহে কুহুযামিনি
ঘোর গহন অতি দূর।
আর তাহে জলধর বরিখয়ে ঝর ঝর
হাম যাওব কোন পুর।।
একে পদ পঙ্কিল পন্থহি বুরল
তাহে শত কন্টক শেল।
তুয়া দরশনআশে কছু নাহি জানলুঁ
চির দুখ অব দুর গেল।।
তোহারি মুরলি যব শ্রবণে প্রবেশল
ছোড়লুঁ গৃহসুখ আশা।
পন্থক দুখ তৃণহুঁ করি না গণলুঁ
কহতহি গোবিন্দদাসা।।