মাধব তুমি আমার নিধনিয়ার ধন।
আমারে ছাড়িয়া তুমি মধুপুরে যাবে জানি
তবে মুঞি তেজিব জীবন।।ধ্রু।।
নহে ত আগুনি খাব কিম্বা বনে প্রবেশিব
এই দঢ়ায়্যাছি মুঞি চিতে।
লইয়া তোমার নাম গলায় গাঁথিয়া শ্যাম
প্রবেশ করিব যমুনাতে।।
কুলবতী হৈয়া যেন কেহ ত না করে প্রেম
পিরীতি করিলে এই রীত।
প্রাণনাথ তেজে যারে সে কেমনে প্রাণ ধরে
না জানি কেমন তার চীত।।
এত বলি কান্দে ধনী মুখে না নিঃসরে বাণী
ধারা বহে মুখ বুক বাইয়া।
আশে পাশে যত সখী নিঝরে ঝরয়ে আাঁখি
প্রেমদাস পড়ে মুরছিয়া।।