মাধব দুরে কর উলট নয়ান।
সোই চাতুরিপনা জগ মাহা জানিয়ে
যোই রাখয়ে নিজ মান।।ধ্রু।।
হাসি হাসি নিয়ড়ে আসিছ অবলা হেরি
ভাল নহে তোহারি বেভার।
লোকলাজ ভয় এক না মানসি
ও কূলে কংস দুরবার।।
নহোঁ কুলটা হাম বরকুলকামিনি
নিকটে তাত ঘর মোর।
তুহুঁ বনচারি চোর মতি চঞ্চল
তাহে সাহস এত তোর।।
শ্রুতিসম্ভব নহ ইহ সব কুবচন
যে সব কহসি মঝু আগে।
শুনি জ্ঞানদাস কহ এতয়ে না বোলহ
ধনি কানু ধনি অনুরাগে।।