মাধব, পামরী কি কহবে বোল।
পাথর ভাসল তল গেয় শোল।।
তেজল চম্পক পনস রসাল।
রোপল শীমলি জীবন্তী মন্দার।।
গুণবতী পরিহরি কুজবতী সঙ্গ।
হীর হিরণ্য তেজি রাঙ্গহি রঙ্গ।।
পণ্ডিতগণ জনে দুখ অপার।
অছয়ে পরম সুখে মূঢ় গোয়ার।।
দুরজন মাল সুজন তাহে হীন।
চোর উজোরল সাধু মলীন।।
কহ কবিরঞ্জন বিলি অনুবন্ধ।
শুনইতে সব গুণিজনে রহু ধন্দ।।