মাধব বোধ না মানয়ে রাই।
নিভৃতে নিকুঞ্জ গৃহে ধনি নিবসই
তুরিতে গমন করু তাই।।
এত শুনি নাগর নাগরিবেশ ধরি
সখি সঞে চলু বনমালী।
যোই নিকুঞ্জে আছয়ে বর মানিনী
তাঁহা যাই উপনীত ভেলি।।
নাগরি বেশ দেখি হরষিত সখীগণ
কহে সব বলিহারি যাই।
কোপে সুধামুখি চরণে লিখয়ে মহী
পীছে রহল তহি যাই।।
কাতর নয়নে নেহারই নাগর
ধনীমুখ অবনত কেল।
বংশী কহয়ে ইবে থীর রহু মাধব
সবজন অনুমতি ভেল।।