মাধব সো অতি সুন্দরি বালা।
অবিরত বারি নয়নে ঝর নিঝর
জনু ঘন শাওন ধারা।।
পুনমিক ইন্দু নিন্দি মুখমণ্ডল
শোভে ন অব শশিরেহা।
কলেবর কাঁতি কনক জিতি কামিনি
দিনে দিনে কালিম ভেলা।।
পদ অঙ্গুলি দেই ক্ষিতি লিখত
পাণি কপোল অবলম্ব।।
উপবন দেখি মুরছি মুরছি পড়ু ভূতলে
চিন্তিত সখিগণ সঙ্গ।।
কোই নলিদিদলে শেজ বিছাওই
তাহি সুতাওলি রাই।
অঙ্গকি তাপ ভসম ভোই জাওত
উঠত মদন চিতাই।।
চন্দন পরশে ধনি চমকি নিশ্বাসই
চান্দ কি বলে তনু তাপ।
মিছা আশোয়াসে কতহুঁ পরবোধব
নিছনি গোবিন্দদাস।।