মানস সুরধুনি নিকট নীপতরু
কুসুমিত কানন সাজ।
মোদন পহুপহি প্রকট বল্লি অরু
সুষমিত ভূধররাজ।।
তাহিঁ বিরাজিত শ্যামরচন্দ।
নাগরিগণ সঞে অবহু মীলুঁ ধনি
নিভৃত রাস অনুবন্ধ।।
ইহ রস লালসে অথির সুমানস
মধুর বাজাওত বাঁশি।
চঞ্চল দৃগঞ্চলে ঐছে নেহারনি
কুলজাগণ কুল নাশি।।
কত অনুভাবহি অন্তর বিভাবিত
ততহিঁ মনোহর হাস।
ঐছন রূপ লাগি কৈছে সুরঙ্গিণি
ধাই না মিলু তছু পাশ।।
অন্তর সুমাধুরি যাক জাগু হরি
তাহে কি বিঘিনি বিচার।
লোলিত নিরন্তর কৃষ্ণকান্ত অন্তর
মিলব কি ধনিক সঞ্চার।।