মানিনি যামিনি ভেল অবসাদে।
তুয়া পদ-কমল বিমল বরদাতা
দেখি কি না হয় পরসাদে।।
জনমে জনমে হাম তুয়া আরাধন বিনু
আন নাহিক অভিলাষে।
তুহু মনে জানহ হাম তুয়া কিঙ্কর
তবহু যো মোহে রোষে।।
রূপ গুণ রিতি তুয়া নিরমায়োল,
আন কি কহব তুয়া আগে।
নয়নক ওর থোর নাহি রসিয়ে
মোহে করম অভাগে।।
অনুনয় বোলইতে শ্রবণে না শুনসি
লগইতে লাগু তরাস।
জ্ঞানদাস কহ কৈছে বিছুরহ
পূরব পিরিতি রস আশ।।