মুরলী শিখাও নাথ মুরলী শিখাও।
কদম্বে হিলন দিয়ে যেমতি বাজাও।।
মুরলী শিখিতে গৌরী বহু ধন লাগে।
তুমিতো কুলের বধু ধন কোথা পাবে।।
আমি তো রাজার ঝি বহুধন মিলে।
মুরলী শিখিতে পারি কোন ধন দিলে।।
আগেত শিখাও বাঁশী পিছু ধন দিব।
শ্যাম কহে শেখ বাঁশী আগে ধন নিব।।
মুরলী শিখিবে গৌরী বৈস তরুতলে।
উভ করি বাঁধ কেশ বামে যেন টলে।।
গলে বনমালা নাও পীতবাস পর।
চরণে চরণ দিয়ে করে বাঁশী ধর।।
অনেক যতনে বন্ধু মুরলী শিখায়।
রাধা নাম বলিতে বাঁশী শ্যাম নাম গায়।।
প্রেম সরোবরে ভাসে রসিক শিরোমণি।
শশিশেখর কহে মজিল রমণী।।