মুড়রি আনিআ দে রাধা মোরে; (শ্যামের) মুরড়ি আনিআ দে মোরে। ধু।
ঠিক দুপুরিয়া বেলা, কদম তলে নিদ্রা গেলা, মুরড়ি লই গেল করে।
নিদ্রার আলসে রাই, ঘুমেতে চৈতন্য নাই, মুরড়ি লইয়া গেল চোরে।।
হাত লাড়ালাড়ি, বাহু ঝাড়াঝাড়ি, একলা পাইয়াছ মোরে।
তোমার মুরড়ি, আমি যদি নিআ থাকি, এই সাইদ বোলাইবা কারে।।
আবাল ভাগিনা, না চাওরে আঙ্গিনা, ধূলে লোটাই (আ) কান্দে। (?)
আবাল ভাগিনা দেখি, কোলে লইলুম, সেই মোরে কুবোল বোলে।।
রাধিকা কানাইআ, জল পরীক্ষিতে, কানাইয়া নামিল আগে।
আবাল ফকির কহে, এই বাক্য মন্দ নহে রাধিকারে বড় দয়া লাগে।।