যৌবন গেল মোর রে। ধু
হেদে রে সজনি সই দুঃখ হৈল সার, হারাইলুম লাখের যৌবন না পাইমু আর।
আবালকালে আছিলুঁ ভালো কি হৈল বাড়িয়া
দিনে দিনে বাড়ে যৌবন পাঞ্জর ভেদিয়া।
হাটে যাম মুই ঘাটে যাম মুই মুণ্ডে আঞ্চল দিয়া।
কতকাল রাখিমু এ যৌবন লোকের বৈরী হইয়া।
অভাগী খোঁয়ারী লাগি না আইল যমরা শুকনা পুষ্পের মাঝে না পড়ে ভ্রমরা।
সৈয়দ মর্তুজা কহে শুন বনমালী পালিয়া পুষিয়া যৌবন কারে দিমু ডালি।