মৃগনয়নী কি আরে ধনী চাঁদবদনী।।ধ্রু।।
রাজহংসী জিনি চলে সখী আশে পাশে।
কনকের লতা যেন দুলিছে বাতাসে।।
চলিতে চরণে কত পদ্ম পড়ি যায়।
লাখে লাখে অলিরাজ চুম্বয়ে তায়।।
হাতে পদ্ম পায়ে পদ্ম পদ্মগন্ধ গায়।
পাদপদ্মে চাঁদের উদয় চকোর ভ্রমর ধায়।।
চকোর ভ্রমর এক ঠাঁই দুঁহে লাগল দ্বন্দ্ব।
ভ্রমর কহে কমল ফুটেছে চকর কহে চন্দ।।
তড়িৎবরণী খঞ্জননয়নী সুচামর কেশী।
পদ্মমুখী কনকপুতলী কোটি শরতের শশী।।
ললিতা বিশাখা সখী ফুলসাজি হাতে।
অঞ্জলি অঞ্জলি ফুল ফেলাইছে রাজপথে।।
চিত্রা চম্পকলতা করেতে চন্দন।
শ্রম জানি রাই অঙ্গে করিছে লেপন।।
তুঙ্গবিদ্যা ইন্দুরেখা হাতে ফুলধনু।
অই কুঞ্জে বাজে বাঁশী ঘের ঘের কানু।।
মধুর মধুর নূপুর বাজে শুনি লাজ যায় দূর।
লোচন বলে মিলবে শ্যাম হিয়া কর পূর।।