মৃগমদ চন্দন হারিদ কুঙ্কুম
দেই গোয়ালিনি অঙ্গে।
সিন্দূর দেই বদন নিরমঞ্ছই
কবরি বনাওই রঙ্গে।।
রোহিণি মঙ্গল করত সুঠান।
ক্ষির সর ছেনা নবনি নব মোদক
আঁচর ভরি করু দান।।
ব্রজবধূ রাম- কদলি সম ঊরুযুগ
মঙ্গলঘট কুচভার।
গোকুল অখিল কলাবতী সম্পদ
মঙ্গল করল বিথার।।
নিজ পর ভেদ কোই নাহি জানত
বিছুরল ধন জন গেহ।
দীনবন্ধু ভণ হরি জীবনধন
অতএ বাঢ়ল এত নেহ।।