“মেল দেখি জাদু ও মুখমণ্ডল
দেখিএ বদন চাঞা।
তেব সে জানিএ পরতিত বানি
হরসে * * * * * ।।
বসাইঞা কোলে বদন নেহালে
না দেখি কনহুঁ চিহ্ন ।
তটস্থ হইল নন্দরানি তবে
কহেন বচন * * ।।
”* * * দেখিল মৃত্তিকা খাইল
দেখিয়া না দেখি কেনে।”
রোহিনিরে ডাকি — “দেখ তুমি দেখি
সন্দেহ * * * * * ।।
দেখিল রোহিনি বদন চাহিয়া
নাহিক দেখিতে পাএ।
জসদার আগে কহিতে লাগল
“মিছা কথা * * * * ।।”
তবে কহে রানি, “সুন গো, রোহিনি,
মিছা নহে মোর বানি।
করে তুলি মাটি খাইল যাদব
দেখিল নয়(ন) * * ।।
দেখি জাদুধন মেলহ বদন
তবে সে জানিএ ভাল।”
মায়ের বচনে নন্দসুত তবে
বদন মেলিয়া দিল।।
* * * * * * বদন ভিতরে
দেখিয়া বিস্মিত ভেল।
জগত সংসারে উদর ভিতরে
সকলি দেখিতে পাল্য।।
দেখি * * * * * * চরাচর
খেচর -মুরতি কায়া।
দেখিল এ ঘর আপনাকে দেখি
নন্দগোপ আদি ছায়া।
দেখিল * * * * * ব রমনি
রোহিনি দেবির রূপ ।
ব্রজ-সিসুগণ দেখিয়া নয়ন
কংস আদি জত ভূপ।।
একটি * * * * * * জতেক
দেখিয়া লাগল ভয়ে।
ভাবিতে লাগিলা জসদা জননি
দিন চণ্ডিদাস কএ।।