মৈলুঁ মৈলুঁ মরিয়া গেলুঁ
ঠেকিয়া পিরীতি-রসে।
না জানি কি আর হয় পরিণামে
পিরীতির অবশেষে।।
এ ঘরকরণ ননদী দারুণ
বসতি পরের মাঝে।
এই মাগোঁ বর মরণ সফল
জীবনে কি সুখ আছে।।
কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
জনমে কি সুখ পালুঁ।
হিয়া দগদগি মনের আগুনি
দ্বিগুণ পুড়িয়া মৈলুঁ।।
না ছিল পিরীতি এ সব জঞ্জাল
জনম গোঙালুঁ ভাল।
পিরীতি করিয়া এ সব জঞ্জাল
বিষাদে পরাণ গেল।।
গোকুল নগরে কেবা কি না করে
তাহে কি নিষেধ বাধা।
এ সব যুবতী সতী কুলবতী
কানুকলঙ্কিনী রাধা।।
গুরু গরবিত- ভয় নাহি সয়
কি বুদ্ধি করিব হায়।
জগন্নাথ বোলে সব দিয়া জলে
বিকাইব রাঙ্গাপায়।।৬।।