মোহন বিজয়ী বনে দূরে গেও সখিগণে
একলা রহিল ধনি রাই।
দুটি আঁখি ছল ছল রাইয়ের চরণতল
কানু আসি পড়িল লোটাই।।
ধনি জনম সফল ভেল মোর।
তুয়া হেন রসনিধি মিলাইল বিধি আজি
সুখর কিবা দিব ওর।।
শুন শুন প্রেমময়ি আমি যে তোমার হই
জনমে জনমে নিজ দাস।
পাতি এই বসনখানি ইথে বৈস বিনোদিনী
সুখে করি পহুরে বাতাস।।
কত রবির কিরণ দিছে চলিতে থকিয়া গেছে
সুখের মঞ্জরি দুটি পা।
হিয়ার মাঝারে রাখি জুড়াও কমলমুখি
চন্দনে চর্চ্চিত করু গা।।
আনিয়া যমুনার জল ধোয়ায় চরণতল
মুছে পীত ধড়ার আচরে।
চড়া ভাঙ্গি ফুল নিল রাইয়ের চরণে দিল
বেদমন্ত্রে করিল আরতি।
গোবিন্দদাস কয় কত দিব পরিচয়
বলিহারি দোঁহার পিরিতি।।