যতিখণে গোরারূপ আয়লুঁ হেরি।
মাজল মুকুর আনল তথি বেরি।।
গোরা হেরি অন্তরে জাগল কত সুখ।
লখইতে মুকুরে হেরলুঁ নিজ মুখ।।
তৈখনে হেরইতে হামে ভেল ধন্দ।
উয়ল দরপণে গোরা মুখ চন্দ।।
মঝু মুখ সো মুখ যব ভেল সঙ্গ।
কিয়ে কিয়ে রাঢ়ল প্রেম তরঙ্গ।।
উপজল কম্প নয়নে বহে লোর।
পুলকিত অঙ্গ চমকি ভেল ভোর।।
করিতে আলিঙ্গন বাহু পশারি।
অবশে আরশি করে খসল হামারি।।
বহুত পরশ রস অদরশ কেলি।
গোবিন্দদাসিয়া শুনি মুরছিত ভেলি।।