যব ধনি ভুজ ভরি ধরল মুরারি।
ভিজল বসন তন রোদন বারি।।
ঘন ঘন উছলত পিয়হিয়মাহ।
কুসুম শয়নতলে আনল নাহ।।
হসি হসি হরি যব খোলত বাস।
থরথরি কাঁপই নহি নহি ভাষ।।
অতি ডরে কাতর ধনী মুখ দেখি।
তব লহু লহু উর পর নখ রেখি।।
লহু লহু আলিঙ্গয়ে লহু লহু কেলি।
লহু লহু অধরক দংশন ভেলি।।
কাঁপয়ে অঙ্গ সঘনে সিতকারে।
বিজুরী চমকে যৈছে নীরদ ভারে।।
রহি রহি মনসিজ অনুভবি শেষে।
কত সুখসাগরে করল প্রবেশ।।
বালা মনহি পাওল আশোয়াস।
এতদিনে জনমক ভাঙ্গল তরাস।।
জানল রতিরস কৌতুকরঙ্গ।
জনম সফল মানল পিয়াসঙ্গ।।
দোহু তনু দোহু মন বন্ধন ভেলা।
সখী লোচন মাধুরী ভরি নেলা।।
কহে হরিবল্লভ বল্লভলাল।
রতিরস পাঠ পড়াওল ভাল।।