যব তুয়া নয়ন মুরলি-বিষ জারল
তব মনোমোহন ভেল।
নিচল কলেবর পড়ল ধরণিতল
পরিজনে লাগল শেল।।
আন উপদেশে তোহারি নামে তৈখনে
দৈবহি উপনিত কেল।
সোই শবদ পুন কানে সম্ভায়ল
ঐছনে চেতন ভেল।।
মাধব কি কহব সো অনুরাগ।
ঐছন ভাতি দেখই মোহে পুন পুন
না বুঝিয়ে জাগ না জাগ।।
কিয়ে জানি দশমী দশা যদি নীচয়ে
ইছয়ে তুয়া অভিলাষে।
আশা পরম দুখদ পুন মেটউ
নহ কহ সুখদ নৈরাশে।।
যাচিত লখিমি উপেখয়ে যো জন
কভু নহে তাক কল্যাণ।
অতয়ে তুরিতে চল রমণী-রতন মিল
রাধামোহন যশ গান।।