যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া
ঘরে আইল বিনোদিনী।
বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া
ধেয়ায় শ্যামরূপখানি।।
বাম করোপর রাখিয়া কপোল
মহাযোগিনীর পারা।
ও দুটি নয়ানে বহিছে সঘনে
শ্রাবণ মেঘেরি ধারা।।
হেন কালে তথা আইল ললিতা
রাই দেখিবার তরে।
সে দশা দেখিয়া বেথিত হইয়া
তুলি বসাইল কোরে।।
নিজ বাস দিয়া মুখানি মুছায়া
কহিছে মধুর বাণী।
“আজু কেন ধনি হয়েছ এমনি
কি হেতু কহনা শুনি।।
সব দিন সুখে হাসি বিনে মুখে
কখন না দেখি আন।
আজু কেন বল কাঁদিয়া ব্যাকুল
কেমন করিছে প্রাণ ।।
চাঁচর চিকুর কিছু না সম্বর
কেনে হৈলে অগেয়ান।”
চণ্ডীদাস কহে বেজেছে হদয়ে
শ্যামের পিরীতি-বাণ।।