যশোদা বলেন বাণী সেথে ইন্দু নীলমণি
করে কনে না দেখি মুরলি।
কহ যাদু আমারে গিয়াছিলি কার ঘরে
বদন মলিন বনমালী।।
খাইয়া আমার মাথা মুরলি হারালি কোথা
হায় গোপাল কি কাজ করিলে।
মায়ের কপালে লেখা হেদে গো রামের মা
না জানি কি আছয়ে কপালে।।
সোনা যে হারাতে নাই কি করিলি কানাই
কান্দিয়া কান্দিয়া রাণী বলে।
হায় আমি কি করিব দেশান্তরি হয়ে যাব
তুমি বাস ঘুচালে গোকুলে।।
কৃষ্ণ বলে কান্দ কেনে আমি যাই গোচরণে
মুরলি লইয়া নিজ করে।
জটিলার খন্দ খাইল কুটিলা মুরলি নিল
আমি যাই আনিবার তরে।।
করিয়া কিবা এক ছল চলিল গোপাল
পর্ব্বত নিকট তহি যায়।
দেখিয়া মর্কটী পাল ডাহি কহে নন্দলাল
গোবিন্দদাস গুণ গায়।।