যার লাগি হইলাম পাগল পাইমুনি তারে কোন ছলে প্রাণ জ্বলে ।
শ্যামচান্দ কালারে পাইমু কি কলে।
যে পাইয়াছে শ্যামকালার যুগল চরণ তার সাপইল পাইল জীবন হায় হায়
হায় গো আনন্দে মন প্রেম আলাপন করে বসি নিরলে।
কালিয়ার পিরিতে মন হইয়াছে আকুল গো ঘরে লাগিল গণ্ডগুল হায় হায়।
হায় গো লজ্যা ভয় তেইজ্য করি কলংকের হার গলে।
দিবারাত্রি জ্বলে আগুণি আমারি অন্তর বন্ধের না পাইয়া খবর হায় হায়।
প্রেমিক যারা দেখছে তারা পাইয়াছে কলে কেউ ছলে।
কইন ছাবাল আকবর আলী জীবন অসার বন্দের না পাইলাম দিদার হায়।
ডাকিতে উদেশ মিলেনা নাই বুঝি মোর কপালে।