যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই।
তুরিতহিঁ নাগর মীলল যাই।।
হেরইতে বিরহিণি চমকিত ভেল।
শ্যামর ধরি নিজ কোর পর নেল।।
পুলকিত সব তনু ঝর ঝর ঘাম।
দুহুঁ বিবরণ কাঁপয়ে অবিরাম।।
আনন্দ-লোরহিঁ সভ বহি যায়।
বয়ন বয়ন দুহুঁ হিয়ায় হিয়ায়।।
দুরে গেও যতহুঁ বিরহ-হুতাশ।
কছু নাহি বুঝল বলরাম দাস।।