যো ধনি সপনে নাহ-মুখ হেরই
সো পুণবতি ব্রজ মাঝ।
ধনি ধনি তাক সফল বরু জীবন
দেহ গেহ তছু কাজ।।
সজনি নিন্দ বৈরিণি মুঝে ভেল।
যে দিন অবধি ছোড়ল ব্রজনন্দন
তাকর সঙ্গহি গেল।।
শয়নক সাধ বাদ করু যো বিধি
সো বিপরিত মতি মন্দ।
সহজে অভাগিনি মোহে পুন বঞ্চই
দরশনে ও মুখচন্দ।।
কৈছনে ঐছন দরশন পাইয়ে
সুন্দর বিদগধ শ্যাম।
রাধামোহন পহুঁ কঠিন উজাগর
তিল এক নহত বিরাম।।