যো শচিনন্দন ভুবন আনন্দন
করু কত সুখদ বিলাস।
কৌতুক–কেলি-কলা-রসে নিগমন
সতত রহত মুখে হাস।।
সজনি ইহ বড় হৃদয়ক তাপ।
অব সোই বিরহে বেয়াকুল-অন্তর
কহতহি কতই প্রলাপ।।
গদ গদ কহত কাহাঁ মঝু প্রাণনাথ
ব্রজ-জন-নয়ন আনন্দ।
কাহাঁ মঝু জীবন ধারণ-মহৌষধি
কাহাঁ মঝু সুধারস-কন্দ।।
পুন পুন ঐছন পুছত নিজ জনে
রোয়ত করত বিষাদ।
রাধামোহন দুখি ভকত-বচন দেখি
কৃপায়ে করয়ে অনুবাদ।।