রজনিক শেষে জাগি শচি-নন্দন
শুনইতে অলি-পিকু-রাব।
সহজহি নিজ-ভাবে গরগর অন্তর
তহিঁ উহ দ্বিতীয় বিভাব।।
বেকত গৌর-অনুভাব।
পুরব-রজনি-শেষে জাগি দুহুঁ যৈছন
উপজল তৈছন ভাব।।ধ্রু।।
নয়ন কমল-জল অমিয়-বচন খল
পুলকে ভরল সব অঙ্গ।
হরিষ বিষাদ শঙ্কাদি পুন ঊয়ত
কো কহ ভাব-তরঙ্গ।।
ঐছন অনুদিন বিহরে নদিয়া-পুরে
পুরষ-ভাব পরকাশ।
সো অনুভব কব মঝু মনে হোয়ব
কহ রাধামোহন দাস।।