রজনী বিরাম জানি সব রঙ্গিণী
মন্দিরে করল পয়ান।
শূন্য কুঞ্জ পরি- হরি নিজ মন্দিরে
শূতল বিদগধ কান।।
মাধব অলসে অবশ সব দেহ।
উদিত দিবাকরে নীদ না ভাঙ্গই
যশোমতি পৈঠল গেহ।।
নিজ করে শ্যাম অঙ্গ ঘন পরশই
ক্ষীর স্রবই কুচভারে।
ও মুখ–চান্দ সঘন করি চুম্বন
উপজল পুলক শরীরে।।
গদ গদ আধ আধ ঘন বোলত
উঠ উঠ যাদব রায়।
শ্যামর নিজ তনু ঘন ঘন মোড়ই
দীনবন্ধু গুণ গায়।।