রসের হটে বিকে আইলাম সাজাঞা পসার
গাহক নহিল রে যৌবন ভেল ভার।।
বড় দুঃখ পাই সখি বড় দুঃখ পাই।
শ্যাম অনুরাগে নিশি কান্দিয়া পুহাই।।
অরাজক দেশেরে মদন দুরাচার।
আপন ইচ্ছায় লুটে দোহাই দিব কার।।
বসন্ত ফুরন্ত কত অনলে পুড়ায়।
চন্দ্রমণ্ডল হেরি হিয়া চমকায়।।
মাতল ভ্রমরা রে রসে মাগে তায়।
লুকাইতে নাহি ঠাঞি শিখি দরশায়।।
দারুণ কোকিল প্রাণ নিতে চায়।।
কুহু কুহু করিয়া মধুর গীত গায়।।
তো না বিকে সব গেল বহি গেল কাজ।
যৌবনের সঙ্গে গেল জীবন বেয়াজ।।
ফুলশরে জর জর হিয়া চমকায়।
গোবিন্দদাসের তনু ধরণী লোটায়।।