রসে রসাইয়া রমণী তেজিয়া
রভস রসের কেলি।
রসিক হইয়া রস তেয়াগিয়া
এবে সে জানিল ভালি।।
রাতুল চরণ রঙ্গিয়া নাগরী
রসয়া রসান ছিল।
রসের ঘরেতে রস ভাঙ্গাইয়া
বিহি নিকরুণ ভেল।।
রাত্রি দিন ঝুরি বিরহে সুন্দরী
রহই তুহারি ধ্যান।
রব শুনি যব মূরতি কৈশর
রাঙ্গিয়া মুরলী-গান।।
রাধা রাধা রবে অঙ্গ পুলকিত
মুঞ্জরে তরুর ডাল ।
রহে সে-যমুনা রহে নিরমল
উজান হইয়া ভাল।।
রাস-অনুরাগ রহত অন্তর
রমণী এতেক সয়।
রাস-অনুরাগে যে জনা রহল
তার কি পরাণ রয়।।
রাগরসে মাতি রাগ উঠে যব
রাগ সে বিষম বড়ি।
রাগে উনমত রাগ যে বেকত
রাগে সে পরাণ ছাড়ি ।।
রাগে সে মগন রহই ধেয়ান
রাগে সে মরণ গাঢ়া।
রাগিণী অন্তরে রাগ বহু পেলে
পরাণ তেজব সারা।।
রাতুল চরণ লয়েছি শরণ
রহিব ও পদ-সেবা।।
রহিল বিরহে বেকত পড়িয়া
চণ্ডীদাস পুছে কেবা।।