শুন শুন সুন্দরি না ভাবিহ আন।
বহুত মিনতি করি পাঠায়ল কান।।
বৈঠই তরু-তলে করিছে ভাবনা।
অন্তর জরজর বিরহ-বেদনা।।
খণে খণে উঠত কম্প-শরীর।
অথির-নয়ন কভু হোয়ত থীর।।
অতয়ে কহলুঁ হাম করহ পয়ান।
খনেকে না জানিয়ে হোয়ত আন।।
শুনইতে ঐছন কহতহি রাই।
উচিত না মানিয়ে হম তাহাঁ যাই।।
তুরিতে আনহ তাহে পূর মঝু আশ।
মিলল শ্যাম-পাশে অভিরাম দাস।।