রাইএর দশা সখীর মুখে।
শুনিয়া নাগর মনের দুখে।।
নয়নের জলে বহয়ে নদী।
চাহিতে চাহিতে হরল সুখী।।
অব যতনে ধৈরজ ধরি।
বরজ গমন ইচ্ছিল হরি।।
আগে আগুয়ান করিয়া তার।
সখী পাঠায়ল কহিয়া সার।।
এখনি আসিছি মথুরা হৈতে।
ইথে আন ভাব না ভাব চিতে।।
অধিক উল্লাসে সখিনী যায়।
বড়ু চণ্ডীদাস তাহাই গায়।।