রাইক জীবন শেষ শুনি সহচরি
বহু পরবোধল তায়।
ধৈরজ করি পুন কানু নীয়ড়ে চলু
না দেখিয়া আনহি উপায়।।
মাধব নিলজহিঁ কহি পুন বেরি।
সো কুল-কামিনি নিচয় মরণ জানি
কহইতে আয়লুঁ ফেরি।।ধ্রু।।
শুনইতে কানু নয়ন-যুগ ঝরঝর
আকুল তনু মন প্রাণ।
গুণি গুণি কাতর ধৈরজ পরিহরি
বোলত নাগর কান।।
সজনি তোহে হাম কি কহব আর।
মঝু লাগি সো ধনি ভেলহি যৈছন
ঐছন সবহু আমার।।
ভাবিনি-ভাব মনহিঁ মন গণইতে
ধনি ধনি আপনাকে মানি।
সহচরি সঙ্গে চলল বর-নাগর
কহইতে গদগদ বাণী।।
কত কত ভাব- বিভাবিত অন্তর
সোঙরিতে সো গুণগাম।
যোই নিকুঞ্জে আছয়ে ধনি আকুল
যাই মিলন সোই ধাম।।
কুঞ্জক দ্বারে রাখি বর-নাগর
সখি কহে মুগধিনি পাশ।
চেতন করহ তুরিতে উঠি বৈঠহ
কহ গৌরসুন্দর দাস।।