রাইমূখে শুনল ঐছন বোল।
সখীগণ কহে ধনি নহ উতরোল।।
তুয়া মুখ দরশন পাওল সেহ।
কৈছে আছল কছু সমুঝল এহ।।
তুঁহু কাহে এত উৎকণ্ঠিত ভেল।
তোহে হেরি সো আকুল ভৈ গেল।।
ঐছে বিচার কহত যাঁহা রাই।
তুরতহি এক সখী মিলল তাই।।
এ ধনি পদুমিনী কর অবধান।
তোহারি নিয়ড়ে মুঝে ভেজল কান।।
চণ্ডীদাস কহে বিধুমুখী রাই।
অতিশয় ব্যাকুল ভেল কানাই।।