রাইমুখ হেরি বড়াই কহে।
এত কি আমার পরাণে সহে।।
রাখাল হইয়া ছুঁইতে চায়।
অব কি করব নাহি উপায়।।
দানী অবসর বুঝিয়া কাজে।
লুকাই যাইয়া নিকুঞ্জ মাঝে।।
এত কহি সভে ধাইয়া চলে।
নিকুঞ্জে রাই লুকায় ছলে।।
রসিক নাগর বুঝিয়া কাজ।
লুকায়্যা চলিলা কুঞ্জের মাঝ।।
রাই কানু তাঁহা দরশ পাই।
রহে দুহেঁ দুহাঁর বদন চাই।।
প্রতি অঙ্গে দানী লইলা দান।
রতি রতি-পতি মূরতিমান।।
যে ছিল মানস পূরল আশ।
আনন্দে মগন শেখর দাস।।