রাইক সংবাদ কো আনি দেব
এমন ব্যথিত কেহ নাই।
মান ভরমে ভরে হাম চলি আয়নু
প্রাণ রহল তছু ঠাঁই ।।
রাই আপন বিপদ নাহি মানি।
হামারি অদর্শনে রাই কৈছে জীয়ব
ধনী জনি তেজয়ে পরাণী।।
গুরুজন গঞ্জন ভঞ্জন লেওল
নিজপতি বিবিধ বিধানে।
হামারি কারণে ধনী এত দুখ সহতহি
তবে করল তু মানে।।
রাইক গুণগান সোঙরি সোঙরি পুন
তেজব পাপ পরাণ।
গোবিন্দদাস কহে ধৈরয ধর চিতে
রাই সনে মিলব কান।।