রাইরূপ মনসিয়া বুলে বন বন
কিবা কোথা লুচি(কি)য়াছে মোর প্রাণধন।।
কামে থরহর নাগর চলিতে না পারে।
রাধাকুণ্ড-তীরে থাকি ডাকে উচ্চৈঃস্বরে ।।
কোখানে আছগো ধনি দিও আমারে দেখা।
অনুক্ষণে ডাকে শ্যাম রাধিকা রাধিকা।।
দুনয়ানে বহে বারি রাইরূপ চিন্তি।
রাই না দেখিয়া শ্যাম ধৈর্য্য না ধরন্তী।।
ধৈর্য্য না ধরে শ্যাম বলে হাই হাই।
চণ্ডীদাস বলে কিবা বিহিল এ বিহি।।