রাই চল চল আর কেন বিলম্ব
ললিতা লহু লহু বলে।
শ্রীহরি বলি উঠিল ধনি
ধরি সখি-ভুজ-মূলে।।
মণিদরপণ জলভাজন ধুপশক লেল।
সম্পুট করি তাম্বুল পুরি
গুণ চূড়হি দেল।।
চামর বিজন লেই কাদম্বিনি চলি যায়।
সুকমল জিনি রাইপদ আছে
কন্টক ফুঁকে তায়।।
রূপমঞ্জরি ভুজযুগ মেলি
ভয়ে চলে কাছে কাছে।
কেশরি জিনি মাঝা অতি ক্ষিণি
ভয়ে ভাঙ্গে জনি পাছে।।
লোকালয় যব পরিহরি বনে
পৈঠলি বালা।
গোবিন্দদাস কহে অব সব
সখিনির ভয় ভেলা।।