রাই প্রবোধি চলতহি সহচরী
করইতে কানুক উদেশ।
চঞ্চল নয়নে চৌ-দিগে নেহারই
বিপিনহি কয়ল প্রবেশ।।
সহচরি ঢুঁড়ত বরজ-কিশোর।
এক নীপ-মূলে পড়ি রহু মাধব
রাই-বিরহ জরে ভোর।।ধ্রু।।
দুরহি কানুক হেরি চতুরা সখী
ঠমকি ঠমকি চলি যায়।
জনু আন কাজে চললি বর-রঙ্গিণি
ডাহিন বামে নাহি চায়।।
ডাকি কহত হরি হম রাই-কিঙ্কর
করুণা করি অব চাহ।।
চন্দ্রশেখর কহে এক নিবেদন তোহে
শুনি তুহুঁ আন কাজে যাহ।।