রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও আনি কমলিনী কই তোমায়।
মন নিল প্রাণ নিল গো সই প্রাণ বন্ধের প্রেম জ্বালায়।
প্রাণ ছাড়া দেহ হইল বল এখন কি করি উপায়।
বিচ্ছেদের তীক্ষ্ণ শরে প্রাণ বন্ধে মাইল আমায়।
বন্ধু বিনে দেহ জ্বলে দাখ দাখিতে সর্ব গায়।
বিচ্ছেদের তীক্ষ্ণ শরে দেহ জ্বলে জ্বলনায়।
এগো প্রেম সাগরে ভাসাইল কালা চান্দে হায় হায়।
প্রাণ বন্ধের প্রেম ফাসি লাগছে মোর গলায়।
কসিলে প্রেমের ফাঁসি প্রাণী মোর যায় যায়।
বন্ধু বলি ডাকি সই ফিরি আমি ভ্রমণায়।
অন্বেষিয়া ফিরি আমি প্রাণবন্ধু কই তোমায়।
শিতালং ফকিরে বলে সই প্রাণ বন্ধের প্রেম দায়।
জন্মে জন্মে মোরে বন্ধু রাখিও বন্ধু তোমার কৃপায়।