রাই-রূপ অমিয়ার ধারা।
সুকোমল তনু কিয়ে নবনীতপারা।।
ঝলমল করে মুখশশী।
ঈষৎ হাসিতে সুধা ঢালে রাশি রাশি।।
নাসায়ে বেসর ভাল সাজে।
উপমা দিবার ঠাঁই নাই জগমাঝে।।
অঞ্জনে রঞ্জিত দুটী আঁখি।
সদাই চঞ্চল জিনি খঞ্জনিয়া পাখী।।
চাঁচর চিকুরে বনি বেণী।
পিঠেতে লোটায় কিয়ে কালভুজঙ্গিনী।।
ভুজযুগ চারু করাঙ্গুলি।
কনক মৃণালে কি বিলসে চাঁপা কলি।।
কিবা ভঙ্গি রসের হিলোলে।
মণিময় মালা সুললিত গলে দোলে।।
অসিত কাঁচুলি কুচে শোভে।
ঝাঁপিল কি অলিকুল কমলের লোভে।।
অতিশয় খীণ মাজাখানি।
ভাঙ্গিয়া পড়িবে তেঞি বেড়িল কিঙ্কিণী।।
নরহরি নিছনি চরণে।
জগত করয়ে আলো নখের কিরণে।।