রাগ তাল দুহুঁ হৃদয়ে ধয়লি তুহুঁ
জানলু বচনক রীতে
গ্রাম তিন স্বর বহুবিধ পরকার
জানসি কত কত নীতে।।
গুণবতি অতয়ে নিবেদিয়ে তোয়।
মধুর আলাপ শিখায়বি নিরজনে
নিজ জন জানিয়া মোয়।।ধ্রু।।
মুরলি ছোড়ি হাম নিকটহি বৈঠব
শীখব সুমধুর গান।
গৌরি শ্যাম নট তব নহ দুরঘট
হোয়ব মিলন-সন্ধান।।
মুখহিঁ মুখহিঁ যব তহুঁ শিখায়বি
হৃদয়ে ধরব তব হাম।
ভণ রাধামোহন বচন-রচন পুন
ভালে সে জানয়ে শ্যাম।।